জয়পুরবার্তা ডেক্স:
প্রকাশঃ 21-এপ্রিল-2025 ইং
অনলাইন সংস্করণ

ইজারা শোধ না করেই পুনট হাট দখল

জয়পুরহাটে কালাই উপজেলা পুনট হাট ইজারার দরপ্রক্রিয়ায় অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হয়েছেন জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এফতাদুল হক। কিন্তু নির্ধারিত সময়ে তিনি ইজারামূল্যের পুরো টাকা পরিশোধ করেননি।এরই মধ্যে হাট দখলে নিয়ে তাঁর কর্মীদের দিয়ে হাসিল আদায় শুরু করছেন তিনি।


কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, ৭ দিনের মেয়াদ দিয়ে চিঠি দেওয়া হয়েছে গত ২০ ফেব্রুয়ারী,টাকা পরিশোধ করেছেন গত ১৭ এপ্রিল। সর্বোচ্চ দরদাতা বলছেন, চিঠি কত তারিখে পাঠিয়েছে তা বলতে পারবো না, তবে প্রাপ্তির ৭ দিনের মধ্যে আমি পুরো টাকা পরিশোধ করেছি। তবে প্রকাশিত বিজ্ঞপ্তির ৪ নং শর্তে উল্লেখ আছে, যার দরপত্র গৃহীত হবে, দরপত্র সংবাদ অবহিত হওয়ার ৭ কার্যদিবসের মধ্যে দরপত্রে উল্লেখিত দরের অবশিষ্ট ৭৫ শতাংশ অর্থ এবং মোট দাখিলকৃত দরের অতিরিক্ত ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়কর অবশ্যই বিডি/ট্রেজারি চালানের মাধ্যমে একই সঙ্গে পরিশোধ করতে হবে, অন্যথায় হাট-বাজারের জন্য জমাকৃত জামানত বাজেয়াপ্ত পূর্বক পুনরায় ইজারা কার্যক্রম গ্রহন করা হবে। এ ক্ষেত্রে কোন প্রকার ওজর-আপত্তি গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে নতুন করে কোন নোটিশ জারী করা হবে না।  
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, পুনট হাটের ইজারা দিতে (বাংলা ১৪৩২ সনের জন্য) গত ২৩ জানুয়ারী বিজ্ঞপ্তি দেয় কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা।দরপত্রে অংশ নেন তিনজন। তাঁদের মধ্যে এফতাদুল হকের প্রস্তাবিত ইজারামূল্য ছিল সর্বোচ্চ, ৭৬ লাখ ৬৬ হাজার ৫০০ টাকা। তিনি ৪৯ লাখ ৫০ হাজার টাকা জমা দিয়েছেন। হাটের ইজারা সংক্রান্ত টাকা পরিশোধ না করে হাট দখলে নিয়ে হাসিল আদায় শুরু করেছেন। তাইতো পুনট হাট দরপ্রক্রিয়ায় অংশ নেওয়া আরেক দরদাতা আহসান হাবিব পলাশ গত ১৭ এপ্রিল জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ওই হাট বাতিল ও বিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় ইজারা চেয়ে আবেদন করেছেন।
এদিকে দরপত্র যাচাই শেষে সর্বোচ্চ দরদাতা এফতাদুলকে ইজারামূল্যের সঙ্গে অন্যান্য ফি পরিশোধ করতে গত ২০ ফেব্রুয়ারী চিঠি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। চিঠিতে দরপত্রের সঙ্গে জমা দেওয়া জামানতের বিডি বাদে অবশিষ্ট আরও ৪৬ লাখ ৩৩ হাজার টাকা, মোট ইজারা মূল্যের ১৫ শতাংশ ভ্যাট ও ১০ শতাংশ আয়করের পুরো টাকা ৭ দিনের মধ্যে পরিশোধ করতে বলা হয়। নিদ্ধারিত সময়ে টাকা পরিশোধে ব্যর্থ হলে দরদাতার জামানত বাজেয়াপ্ত করার বিষয় দরপত্র বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল। তা না হলে দরপত্রের সঙ্গে দেওয়া দরমূল্যের ৩০ শতাংশ জামানতের টাকা বাজেয়াপ্ত করা হবে। কিন্তু উপজেলা নির্বাহী অফিসার চিঠি পাঠানোর ৭ দিন অতিবাহিত হওয়ার পরও এফতাদুলের জামানত বাজেয়াপ্ত করেননি। উল্টো নির্ধারিত সময়ে পুরো টাকা পরিশোধ না করেই পুনট হাট দখলে নিয়ে হাসিল আদায় শুরু করেছেন এফতাদুল।  
গত ১৭ এপ্রিল পুনট হাটে গিয়ে দেখা যায়, এফতাদুলের লোকজন হাট পরিচালনা করছেন। পূর্বের তালিকা অনুযায়ী হাসিলের টাকা তারা আদায় করছেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোনো লোকজনকে দেখা যায়নি। এসময় হাসিল আদায়ের লোকজনরা বলেন, হাটের বর্তমান ইজারাদার যুবদল নেতা এফতাদুল হক। উপজেলা নির্বাহী অফিসার গত ১৪ এপ্রিল তাঁদের কাছে হাট বুঝিয়ে দিয়েছেন। ওই দিন থেকেই তাঁরা হাসিল আদায় করছেন।
পুনট ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আনিছুর রহামনসহ বেশকয়েকজন জানান, এফতাদুলের লোকেরাই হাট চালাচ্ছেন। তারা টাকা জমা না দিয়ে হাসিল আদায় করছেন। হাট দরপ্রক্রিয়া শেষ হয়েছে গত ১৮ ফেব্রুয়ারী, টাকা পরিশোধের চিঠি দিয়েছে ২০ ফেব্রুয়ারী। কিন্তু আজও টাকা পরিশোধ করেনি। তাহলে হাটের হাসিল আদায় করে কিভাবে।
নির্ধারিত সময়ে এফতাদুল পুরো টাকা পরিশোধে ব্যর্থ। দরপত্রের শর্ত ভঙ্গ করায় এই হাট পুনরায় ইজারার ব্যবস্থা না করায় গত ১৬ এপ্রিল তৃতীয় দরদাতা আহসান হাবিব পলাশ উপজেলা নির্বাহী অফিসারের নিকট যান। তিনি এফতাদুলের দেওয়া সর্বোচ্চ দরেই টাকা পরিশোধ করে পুনট হাট ইজারা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কিন্তু উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে কোনো সাড়া পাননি। বাধ্য হয়ে গত ১৭ এপ্রিল পুনট হাটের ইজারা বাতিল এবং পূনরায় বিজ্ঞপ্তি দিয়ে ইজারা চেয়ে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে আবেদন করেন। অনুলিপি তাঁকেও দেন।  
আহসান হাবিব পলাশ বলেন, আমি নিজে গিয়ে এফতাদুলের সর্বোচ্চ দর দিয়েই হাট নিতে চেয়েছি, কিন্তু তিনি আমাকে পাত্তা দেননি। বাধ্য হয়ে আমি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে ইজারা বাতিল এবং পূনরায় বিজ্ঞপ্তির মাধ্যমে ইজারা চেয়ে আবেদন করেছি। আবেদনের অনুলিপি তাঁকেও দিয়েছি। প্রয়োজনে আদালতে যাবো। শেষ দেখেই ছাড়বো।    
দরপত্রের শর্ত ভঙ্গ করে টাকা জমা দেওয়ার বিষয়ে জানতে চাইলে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, সর্বোচ্চ দরদাতাকে পুরো টাকা পরিশোধের জন্য গত ২০ ফেব্রুয়ারি  চিঠি দেওয়া হয়েছে, তিনি গত ১৭ এপ্রিল টাকা জমা দিয়েছে। সেকারনে কার্যাদেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ নিয়ে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। চুক্তির আগে অভিযোগ করলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হত।যুবদল নেতা ও সর্বোচ্চ দরদাতা এফতাদুল হক বলেন, চিঠি হাতে পাওয়ার ৭দিনের মধ্যে পুরো টাকা পরিশোধ করা হয়েছে। কত তারিখে চিঠি হাতে পেয়েছেন এবং টাকা জমা দিয়েছেন জানতে চাইলে তিনি বলেন, কত তারিখে চিঠি ইস্যু হয়েছে তা আমার জানা নেই, চিঠি হাতে পাওয়ার ৭ দিনের মধ্যে গত ১৭ এপ্রিল টাকা জমা দিয়েছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোবায় ডুবে গেল স্বপ্ন: আম ধুতে গিয়ে প্রাণ হারাল শিশু

1

পাঁচবিবিতে সন্ত্রাসী হামলায় স্বেচ্ছাসেবক দল নেতা নিহত

2

যৌতুকের টাকা না পেয়ে স্ত্রী ও সন্তানকে অস্বীকারের অভিযোগ, স্

3

চাঁদপুরে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমা দাবির ২ কোটি ৭৩ লক্

4

তথ্য প্রযুক্তি বর্তমান বাংলাদেশে কতটা সাড়া ফেলেছে

5

জাতীয় স্বার্থে ঐক্যের ডাক জামায়াতের আমিরের

6

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির বিক্ষোভ

7

দুপচাঁচিয়ায় স্ত্রীর মামলায় স্বামী ও ছয় মাসের সাজাপ্রাপ্ত আস

8

মিঠাপুর ইউপি নির্বাচন: চায়ের আড্ডায় ভেসে বেড়াচ্ছে ভবিষ্যৎ নে

9

জয়পুরহাট-হিলি সীমান্ত দিয়ে এক ভারতীয় নাগরিককে পুশ-ইন করেছে ব

10

আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগের এক কর্মী গ্রেপ্তার

11

খুলনায় পপুলার লাইফ ইনস্যুরেন্সের বীমাদাবীর ২ কোটি ১২ লক্ষ ট

12

জয়পুরহাটে আলোচিত ছাত্রদল নেতা হত্যা: আরও ৩ জন গ্রেপ্তার

13

টেলিটক নাম্বার দেখার উপায়

14

নওগাঁয় গ্রাহকের টাকা ফেরত না দেওয়ায় গণপিটুনি

15

দুপচাঁচিয়ায় চোরাই ইজিবাইক উদ্ধার : গ্রেপ্তার ২

16

নওগাঁয় ছদ্মবেশে নির্বাচন কার্যালয়ে দুদক, টাকা লেনদেনের প্রমা

17

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জর

18

জয়পুরহাটে ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসকদের মানববন্ধন

19

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার

20